শিরোনাম
বুধবার, ১৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

১৮ ঘণ্টায়ও উদ্ধার হননি ব্যবসায়ী

পটুয়াখালী প্রতিনিধি

অপহরণের ১৮ ঘণ্টা পরও উদ্ধার হননি পটুয়াখালীর ব্যবসায়ী। গত সোমবার রাতে জেলা শহরের ব্যবসায়ী শিবু লাল দাসকে অপহরণ করা হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। রাত ৯টার দিকে গলাচিপা উপজেলা শহরের ব্যবসা প্রতিষ্ঠানের কাজ শেষে  পটুয়াখালীতে নিজ বাসায় ফেরার সময় অপহরণ হন শিবু দাস। ব্যক্তিগত সহকারী ও গাড়িসহ তাকে অপহরণ করা হয়। তার ব্যবহৃত প্যারাডো গাড়িটি বরগুনার আমতলী উপজেলার পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমড়াগাছিয়া এলাকার একটি তেলের পাম্প থেকে উদ্ধার করা হয়েছে।

শিবু লাল দাসকে উদ্ধারের জন্য র‌্যাব, পুলিশ ও সিআইডির একাধিক টিম কাজ করছে বলেও জানা গেছে। এদিকে রাত তিনটার দিকে শিবু লাল দাসের ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার স্ত্রীর ফোনে কল করে ২০ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে পরিবার ও একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। শিবু লাল দাস পটুয়াখালী শহরের পুরান বাজার এলাকার বাসিন্দা। তিনি স্কয়ার টয়লেট্রিজ ও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পরিবেশক। ঠিকাদারি, ব্রিজের টোল আদায়ের ইজারা, খেয়াঘাট ইজারা, চাউলের আড়তসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পরিবেশক ব্যবসার সঙ্গে জড়িত। সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, গত সোমবার রাতেই শিবু লাল দাসের ব্যবহৃত গাড়িটি আমতলী থেকে উদ্ধার করা হয়েছে। মুক্তিপণ দাবি করা একটি অডিও রেকর্ড পাওয়া গেছে। শিবু লাল দাসকে উদ্ধারে পুলিশের ছয়টি টিম কাজ করছে। পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. মাঈনুল হাসান জানান, শিবু লাল দাসকে উদ্ধারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে এবং তার গাড়িটি উদ্ধার করা হয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর