বুধবার, ১৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

কালিয়াকৈরে বেড়েছে চুরি ছিনতাই অপহরণ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈরে বেড়েছে চুরি ছিনতাই অপহরণ

কালিয়াকৈর উপজেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে চুরি, ছিনতাই, অপহরণসহ অপরাধমূলক কর্মকাণ্ড। অপরাধীদের খপ্পরে পড়ে নিঃস্ব হচ্ছেন অনেকে। সূত্র জানায়, ঈদুল ফিতর সামনে রেখে কালিয়াকৈরে মাথাচারা দিয়ে উঠেছে অপরাধী চক্র। বেশি অপরাধ সংঘটিত হচ্ছে উপজেলার চন্দ্রা, কালামপুর, পাঁচলক্ষ্মী, বাড়ইপাড়া, ভান্নারা, নাওলা এলাকায়। গত সোমবার রাতে কাজ শেষে সমাহার কারখানার শ্রমিক নয়ন হোসেনকে এগিয়ে দিতে যান তার দুই বন্ধু বায়জিদ ও সুমন হোসেন। পথে পাঁচলক্ষ্মী এলাকায় ৮-১০ জন অস্ত্রের মুখে তাদের পাশের গজারি বনে নিয়ে এলোপাতাড়ি মারধরের পর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। পরিবারের কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এর আগে গত বৃহস্পতিবার রাতে চন্দ্রা-সিনাবহ সড়কে কারখানার নিরাপত্তা কর্মী সোহাগ মিয়ার পথ অবরোধ করে ৮-১০ জন। তাকে গজারি বনের ভিতরে নিয়ে হাত-পা ও চোখ বেঁধে মারধর ও কুপিয়ে আহত করে। মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তার বিকাশ থেকে অন্য বিকাশ নম্বরে ২ হাজার ৬০০ টাকা স্থানান্তর করে। গত শুক্রবার রাতে ভান্নারা বাজারে ককটেল বিস্ফোরণ ঘটায় একদল ছিনতাইকারী। তারা বাজারের ব্যবসায়ী লাবিব উদ্দিনকে কুপিয়ে তার কাছে থাকা ৫ লাখ টাকা নিয়ে যায়। কালিয়াকৈর থানার ওসি জানান, ওই অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর