বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

নোয়াখালীতে জমি দখল নিয়ে সন্ত্রাসী হামলায় নারীসহ আহত ৭

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে কবরস্থানের জায়গা দখল করে দোকানঘর তোলার চেষ্টাকে কেন্দ্র করে মঙ্গলবার একটি বাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর করা হয়েছে। জমির মালিক অভিযোগ করেন যে, দুলাল, আবুল খায়ের, হোসেন ও কামালের নেতৃত্বে সুধারামের পশ্চিম বারাইপুর গ্রামে বাসাবাড়িতে হামলার সময় সন্ত্রাসীরা পিটিয়ে ও কুপিয়ে নারীসহ সাতজনকে আহত করেছে। আহতদের মধ্যে রুহুল আমিন (৪৮), বাবু হোসেন রাজকে (২৫) গুরুতর অবস্থায় মঙ্গলবার রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতালে আহতদের স্বজনরা জানান, দুলাল, আবুল খায়ের, হোসেন ও কামালদের সঙ্গে কবরস্থানের জায়গা নিয়ে বিরোধ রয়েছে। ইতিপূর্বে স্থানীয় চেয়ারম্যান জায়গাগুলো পরিমাপ করে দিলেও প্রতিপক্ষরা আমলে নেয়নি। এ পূর্বশত্রুতার জেরে মঙ্গলবার সন্ধ্যায় তারা কবরস্থানের জায়গায় দোকান নির্মাণের চেষ্টা করে। এতে জায়গার মালিক রুহুল আমিন, বাবু হোসেন রাজসহ তাদের লোকজন বাধা দিলে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে রুহুল আমিনের বসত বাড়িতে সন্ত্রাসী কায়দায় হামলা ও ভাঙচুর চালায় এবং নারী পুরুষদের এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এছাড়া ৫০ হাজার টাকাসহ জিনিসপত্র লুট করে নিয়ে যায়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহতের স্বজনরা। এ ব্যাপারে জানতে চাইলে সুধারাম থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এ ঘটনায় মামলা নেওয়া হবে এবং অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর