শিরোনাম
বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

সোনারগাঁয়ে আওয়ামী লীগ দুই পক্ষের সংঘর্ষ ভাঙচুর, আহত ২০

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্বাচন-কেন্দ্রিক বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সকালে বারদি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বারদি ইউনিয়নের বারদি বাজার এলাকায় নির্বাচন-কেন্দ্রিক বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাকির সরকার ও ইব্রাহিম ইবু পক্ষের বিরোধ চল আসছিল। এরই জের ধরে গতকাল সকালে তাজুল ইসলাম জাকির পক্ষের হাসানকে মারধর করা হয়। এ নিয়ে উভয় পক্ষে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে জাকির সরকার ও ইব্রাহিম ইবু ঘটনাস্থলে এলে জহিরুল হক ও নাজমুলের লোকজন তাদের ওপর হামলা চালায়। তখন শুরু হয় উভয় পক্ষে সংঘর্ষ। তারা দেশীয় অস্ত্র, লোহার রড, টেঁটা, রামদা, লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হন।

সর্বশেষ খবর