বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

শিক্ষক লাঞ্ছনায় শাস্তির দাবিতে ক্লাস বর্জন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ম্যানেজিং কমিটির দুই অভিভাবক সদস্যের হাতে নারায়ণগঞ্জ হাই স্কুলের সিনিয়র শিক্ষক মাহাবুবুর রহমান লাঞ্ছিত হওয়ার ঘটনায় গতকাল ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে স্কুলের শিক্ষার্থীরা। এদিন স্কুলের দ্বিতীয় শ্রেণি থেকে শুরু করে ১০ম শ্রেণি পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ করতে প্ল্যাকার্ড হাতে ক্লাস বর্জন করে স্বতঃস্ফূর্তভাবে স্কুল মাঠে সমবেত হয়। বাদ ছিল না স্কুলের ছাত্রীরাও। তাদের শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো স্কুল প্রাঙ্গণ। শিক্ষার্থীদের দাবি ছিল একটাই- যেকোনো মূল্যে শিক্ষক লাঞ্ছনাকারী ২ অভিভাবক সদস্যকে কমিটি থেকে বহিষ্কার করতে হবে। সেই সঙ্গে পেছন থেকে ইন্ধনদাতা ম্যানেজিং কমিটির সালাম নামে অপর এক সদস্যকেও কমিটি থেকে অপসারণ করতে হবে। এদিকে স্কুলের শিক্ষকরাও ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন। বিকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ঘটনার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্বাধীনতা শিক্ষক পরিষদ ও হাই স্কুলের শিক্ষকবৃন্দ। এদিকে ঘটনার বিষয়ে জানতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রহিমা আক্তারের নেতৃত্বে একটি টিম হাই স্কুলে গিয়ে ঘটনার শিকার শিক্ষক, স্কুলের অন্যান্য শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তারা ঘটনার সঙ্গে জড়িতদের কোনোভাবেই  ছাড় না দেওয়ার প্রতিশ্রুতি দেন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতেরও আশ্বাস দেন তারা। অতিরিক্ত জেলা প্রশাসক রহিমা আক্তার বলেন, আমরা ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি। দোষীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমরা স্কুলের শিক্ষক, ঘটনার শিকার শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি ও আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে যা জানতে পেরেছি তা জেলা প্রশাসককে অবহিত করব। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রহিমা আক্তারের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শরীফুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তালেব, সদর মডেল থানার ওসি শাহ জামান। গতকাল সকাল থেকেই স্কুলের প্রাথমিক শাখার শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে স্কুল মাঠে সমবেত হয়। তাদের সঙ্গে যোগ দেয় মাধ্যমিক শাখার শিক্ষার্থীরা।

 

সর্বশেষ খবর