বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

পাঁচ প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পাঁচটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে এ আদালত পরিচালনা করেন। গতকাল উপজেলার চন্দ্রা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় দীর্ঘদিন ধরে সীমান্ত ফিলিং স্টেশন, মুনস্টার ফিলিং স্টেশন, স্বপ্ন ফিলিং স্টেশনে তেলের মাপে কম দেওয়া হয়। এ সময় সীমান্ত ফিলিং স্টেশনকে ৩০ হাজার, মুন স্টার ফিলিং স্টেশনকে ৫০ হাজার, স্বপ্ন ফিলিং স্টেশনকে ৫০ হাজার, মেট্রোসিন রড কারখানাকে ৩০ হাজার ও একটি খাবাবের হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি বিএসটিআই এর ঊর্ধ্বতন কর্মকর্তা জানতে পেরে দিনব্যাপী পাঁচটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।  ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের (বিএসটিআই) পরিদর্শক ইনজামামুল হক, উপজেলার  বিভিন্ন কর্মকর্তা। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর