শনিবার, ১৬ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

মানুষকে আলোকিত করছেন শেখ হাসিনা

হুইপ ইকবালুর রহিম

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম নানা বাধা অতিক্রম করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষকে আলোকিত করেছেন উল্লেখ করে বলেন, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, স্বাস্থ্য, ক্রীড়াসহ সব ক্ষেত্রেই উন্নয়ন স্বপ্ন নয় বাস্তবে রূপ নিয়েছে। তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ উন্নত দেশের কাতারে পৌঁছে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য শতভাগ বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। ভূমিহীন ও গৃহহীনদের জন্য জায়গাসহ বাড়ি করে দিয়েছে। এমনকি ভিক্ষুককেও বাড়ি করে দিয়েছে। মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধাদের ভাতা, প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে সব ধরনের ভাতা দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করে যাচ্ছেন। ভর্তুকি দিয়ে এক কোটি হতদরিদ্র মানুষকে পৌঁছে দিচ্ছেন নিত্যপণ্য। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যেই প্রধানমন্ত্রীর এ উদ্যোগ। তিনি তা সফলও হয়েছেন। গতকাল ৯ কোটি টাকা                       ব্যয়ে সদরের পুলহাট আর অ্যান্ড এইচ থেকে মহনপুর আর অ্যান্ড এইচ সড়ক ও চাঁদগঞ্জ আর অ্যান্ড এইচ থেকে রানীগঞ্জ হাট জিসি সড়ক সম্প্রসারণ কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।

এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আজগার আলী, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ কে এম খাইরুল ইসলাম, দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর