শনিবার, ১৬ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

সাত জেলায় সড়কে আট প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

সাত জেলায় সড়কে আট প্রাণহানি

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আটজন। বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

সাভার (ঢাকা) : বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার রেডিও কলোনি বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন শাকিল আহমেদ (৩২) নামে এক পথচারী। একই সড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় নিহত হন রানা মিয়া (১৮) এক যুবক।  চট্টগ্রাম : হাটহাজারী উপজেলার চারিয়া বোর্ড স্কুল এলাকায় গতকাল দুপুরে সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় নিহত হয়েছেন অজ্ঞাত এক নারী। তার বয়স প্রায় ৬৫ বছর।  সুনামগঞ্জ : নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে বাস উল্টে নিহত হয়েছেন ওয়াসিম দাস (৩০) নামে এক পথচারী। এতে আহত হয়েছেন আরও দুজন। গতকাল সকালে শহরের মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি জগন্নাথপুর উপজেলায়।

পঞ্চগড় : বাবার মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে সূর্যচন্দ্র দে (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বোদা উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সূর্য পৌরসভার নগরকুমারী এলাকার শুভচন্দ্র দের ছেলে। চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা পৌর এলাকার জাফরপুরে গতকাল দুুপুরে আলমসাধু (ভটভটি) উল্টে চালক নাজমুল হক (৩৫) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আলমসাধুর যাত্রী রিপন জোয়ার্দ্দার (৩৫)।

সিরাজগঞ্জ : গতকাল দুপুরে রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী ফিরোজ মিয়া (৩৭)। তার বাড়ি রংপুরের পীরগাছা থানার বিঘটারি গ্রামে। পাথরঘাটা (বরগুনা) : পাথরঘাটায় মালবাহি টমটম উল্টে নিহত হয়েছেন চালক মাহবুবুর রহমান (৩৫)। গতকাল বিকালে উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি পাথরঘাটা পৌরসভায়।

সর্বশেষ খবর