শনিবার, ১৬ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

চেতনানাশক ওষুধ মেশানো খাবার খেয়ে ১০ জন অসুস্থ

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় সাহরিতে চেতনানাশক ওষুধ মেশানো খাবার খেয়ে ১০ জন অসুস্থ হয়েছেন। উপজেলার সদর ইউনিয়নের ইন্দুরকানী গ্রামে গতকাল ভোররাতে এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চেতনানাশক ওষুধ খেয়ে অসুস্থরা হলেন- ইন্দুরকানী গ্রামের আবদুল জব্বার গাজী, তার স্ত্রী হালিমা, মেয়ে জাকিয়া, জব্বারের ভাইয়ের ছেলে সাকির, তার স্ত্রী সুরাইয়া বেগম, ভাই শাহাদাৎ হোসেন, একই গ্রামের আনোয়ার হোসেন, তার ছেলে শেখ হেলাল, হেলালের স্ত্রী নাসরিন নাহার ও ছেলে নাফিজ মাহামুদ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক নুর উদ্দিন বলেন, অসুস্থরা খাবারের সঙ্গে মেশানো চেতনানাশক ওষুধ খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর অসুস্থদের উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় ইউপি সদস্য শাহাদাৎ হোসেন বলেন, দুর্বৃত্তরা ঘরে রাখা খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ  মিশিয়ে দেয়।

 

সর্বশেষ খবর