শনিবার, ১৬ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

অনির্দিষ্টকালের জন্য মাছ বিক্রি বন্ধ

কিশোরগঞ্জ প্রতিনিধি

ইজারা, জুলুম ও নির্যাতনের প্রতিবাদে কিশোরগঞ্জে অনির্দিষ্টকালের জন্য মাছ বিক্রি বন্ধ করে দিয়েছেন মাছ ব্যবসায়ীর। ফলে গত বৃহস্পতিবার থেকে কিশোরগঞ্জ শহরের তিনটি বাজারে মাছ বিক্রি বন্ধ রয়েছে। মাছ ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, মাছের প্রতি ডালা দৈনিক পাঁচ টাকা নেওয়ার কথা থাকলেও ইজারাদার ২০০ টাকা দাবি করছেন। বৃহস্পতিবার এ নিয়ে ইজারাদারের লোকজনের সঙ্গে মাছ ব্যবসায়ীদের তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে ইজারাদারের লোকজন মাছ ব্যবসায়ীদের ওপর হামলা করে। এতে সাত/আটজন ব্যবসায়ী আহত হন। এর প্রতিবাদে বিকালে শহরে বিক্ষোভ মিছিল বের করেন তারা। বিক্ষোভ মিছিল শেষে অনির্দিষ্টকালের জন্য মাছ বিক্রি বন্ধের ঘোষণা দেওয়া হয়। ফলে শহরের বড় বাজার, পুরান থানা ও কাচারি বাজারের তিনটি মাছমহালেই মাছ বিক্রি বন্ধ রয়েছে। বাজারে মাছ না পেয়ে ক্রেতারা পড়েছেন বিপাকে। বিশেষ করে রমজান মাসে ক্রেতাদের সীমাহীন কষ্ট ভোগ করতে হচ্ছে। উকিলপাড়া এলাকার নাদিম ভূইয়া বলেন, এ রমজান মাসেও ইজারাদার আর মাছ ব্যবসায়ীদের দ্বন্দ্বের কারণে মাছ না কিনেই বাসায় ফিরতে হয়েছে।

সর্বশেষ খবর