শনিবার, ১৬ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

স্কুলের পাশে তেলের পাম্প আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী

আফজাল, টঙ্গী

স্কুলের পাশে তেলের পাম্প আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী

গাজীপুরের টঙ্গীতে বিদ্যালয়ের সীমানাপ্রাচীর ঘেঁষে গড়ে উঠেছে তেলের পাম্প -বাংলাদেশ প্রতিদিন

গাজীপুরের টঙ্গীর আশরাফ সেতু মার্কেটের পাশে আশরাফ টেক্সটাইল মিলস হাইস্কুলের পাশে গড়ে তোলা হয়েছে জ্বালানি তেলের পাম্প। ফলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের দিন কাটে আতঙ্কে। অভিযোগ উঠেছে নিয়ম না মেনে বিদ্যালয় পরিচালনা কমিটি সীমানাপ্রাচির ঘেঁষে পাম্প বসিয়ে  হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

সরেজমিন দেখা যায়, আশরাফ সেতু মার্কেটের দক্ষিণ পাশে আশরাফ টেক্সটাইল মিলস হাইস্কুল অবস্থিত। এমপিওভুক্ত এই শিক্ষা প্রতিষ্ঠানের জমিতে বিদ্যালয়ের দেয়াল ঘেঁষে রয়েছে একটি তেলের পাম্প। পাম্পে জেনারেটরসহ বিভিন্ন গাড়ির শব্দে পাঠদান বাধাগ্রস্ত হচ্ছে। অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যালয়ের পাশে এত বড় তেলের পাম্প ও সিএনজি স্টেশন থাকায় আতঙ্ক তো থাকবেই। এখানে শত শত শিক্ষার্থী পড়াশোনা করছে। স্কুল কমিটির লোকজন তেলের পাম্প বসিয়ে ভাড়া হিসেবে লাখ লাখ টাকা আদায় করে পকেট ভারি করছেন। এ ছাড়া এখানে অনিয়মের শেষ নেই। এসব রোধে শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ জরুরি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, ভাড়ার টাকা নিয়ে পকেট ভারি ও অনিয়মের অভিযোগ মিথ্যা। পাম্প থেকে ভাড়ার টাকা তুলে শিক্ষদের বেতন ভাতা দেই। তবে এখান থেকে তেলের পাম্প সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। টঙ্গী পাইলটস্কুল অ্যান্ড গালর্স কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া বলেন, পাম্পে তেল কিংবা গ্যাস নিতে অনেক ধরনের গাড়ি আসে। যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে স্কুলেরও ক্ষতি হতে পারে। আর স্কুলের জায়গায় পাম্প বসাতে চাইলে পরিবেশ ছাড়পত্র লাগবে। তবে শিক্ষা প্রতিষ্ঠান ঘেঁষে এসব না থাকাই উত্তম। গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ঘেঁষে জ্বালানি তেলের পাম্প রয়েছেথ- এটা আমার জানা নেই। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর