শনিবার, ১৬ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

শ্রমিকদের নামে মামলা গ্রেফতার আতঙ্ক

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী পাগাড় এলাকায় একটি কারখানায় বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় তিন শতাধিক শ্রমিকের বিরুদ্ধে মামলা করেছে কারখানা কর্তৃপক্ষ। ঘটনার দিন গত বুধবার রাতে ৭৮ জনের নাম উল্লেখ ও ২৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়। পুলিশ ১১ জনকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলহাজতে পাঠিয়েছে। এ ঘটনায় নিরীহ শ্রমিকরা গ্রেফতার আতঙ্কে রয়েছেন। ঈদ সামনে রেখে শ্রমিকদের বিরুদ্ধে এমন মামলা অমানবিক বলে মন্তব্য করেছেন শ্রমিক নেতারা। কারখানা কর্তৃপক্ষ বলছে, শ্রমিকদের আন্দোলন ছিল অহেতুক। জানা যায়, ইফতার ভাতা না দেওয়া এবং পারভেজ নামে এক কর্মকর্তার অপসারণের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছেন শ্রমিকরা। কর্তৃপক্ষ দাবি মেনে না নিলে গত মঙ্গলবার তারা উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ করেন। এতেও দাবি আদায় না হলে পরদিন শ্রমিকরা বিক্ষোভ ও কারখানায় ভাঙচুর চালান। এ সময় শ্রমিক ও পুলিশ সংঘর্ষ বাধে। উভয় পক্ষের ১০ জন আহত হন।

সর্বশেষ খবর