রবিবার, ১৭ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

ইউপি মেম্বারের টর্চার সেলে দুই ভাইকে নির্যাতন

বাগেরহাট প্রতিনিধি

ইউপি মেম্বারের টর্চার সেলে দুই ভাইকে নির্যাতন

বাগেরহাটের মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার সুলতান হাওলাদারের টর্চার সেলে আটকে রেখে দুই ভাইকে অমানুষিক নির্যাতন করলেন মেম্বারপুত্র জাকির ও তার বাহিনীর সদস্যরা। গতকাল সকালে প্রথমে মোংলা পোর্ট পৌরসভার সিঙ্গাপুর মার্কেট সংলগ্নে আটকে রেখে বেধড়ক মারধরসহ শারীরিক নির্যাতন করা হয়েছে। এরপর চাঁদপাই ইউনিয়নের কানাইনগর এলাকায় গুচ্ছগ্রামের টর্চার সেলে আটকে রাখা বিনোদ সরকার (৪৫) ও তার ভাই বিপ্লব সরকারকে (৩৮) উদ্ধার করতে গিয়ে এক নারীও হামলার শিকার হয়েছেন। স্থানীয়রা গুরুতর আহত দুই ভাইকে উদ্ধার করে মোংলা উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর জড়িতদের গ্রেফতারে মোংলা থানা পুলিশ অভিযান শুরু করেছে। স্থানীয়রা জানান, সালিশ বিচারের নামে শনিবার সকাল ১০টার দিকে মোংলা পোর্ট পৌরসভার বাংলাদেশ হোটেলের সামনে থেকে বিনোদ সরকার (৪৫) নামের এক ব্যক্তিকে কথিত মাদক বিক্রির অভিযোগ তুলে জোরপূর্বক তুলে নেয় চাঁদপাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার সুলতান হাওলাদারের ছেলে জাকির ও তার দলবল। পরে তাকে মোংলা পোর্ট পৌরসভার সিঙ্গাপুর মার্কেট এলাকায় নিয়ে বেধড়ক মারধরসহ শারীরিক নির্যাতন চালানো হয়। নির্যাতনের একপর্যায়ে হাত-পা বেঁধে টেনেহিঁচড়ে বিনোদ সরকারকে চাঁদপাই ইউনিয়নের কানাইনগরের গুচ্ছগ্রামে বাবার (ইউপি মেম্বার সুলতান হাওলাদার) টর্চার সেলে আটকে রেখে মেম্বারপুত্র জাকির। সেখানে জাকিরের লাঠিয়াল বাহিনী বিনোদ সরকারকে দ্বিতীয় দফায় নির্যাতন ও মারধরসহ মাদক বেচাকেনার স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা করে। শনিবার তাদের আহতাবস্থায় উদ্ধার করে মোংলা উপজেলা হাসপাতালে ভর্তি করে। এ বিষয় মোংলা থানার ওসি মনিরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল দুটি পরিদর্শনসহ হাসপাতালে গিয়ে অহতদের বক্তব্য নিয়েছে।

সর্বশেষ খবর