রবিবার, ১৭ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

আগাম ধান কাটায় ব্যস্ত কৃষক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আগাম ধান কাটায় ব্যস্ত কৃষক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় চলতি মৌসুমে আগাম ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। স্থানীয় কৃষকরা ধান কাটা ও মাড়াই কাজে ব্যস্ত সময় পার করছেন। ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। উপজেলা কৃষি অফিস জানায়, আরও ৭-৮ দিন পর পুরোদমে ধান কাটা শুরু হবে। যারা আগাম জাত আবাদ করেছেন তারা এখন ধান কাটছেন।  সরেজমিন দেখা যায়, স্থানীয় কৃষকরা আগাম জাতের ধান কাটছেন। এ উপজেলায় ব্রি-আর ২৮, ব্রি-২৯, হীরা, হাইব্রিড সবুজ সাথী, এসএলএইডএইচ, জাগরণীসহ বিভিন্ন প্রজাতির ধান চাষ করা হয়েছে।  খালাজুড়া এলাকার কৃষক ফারুক মিয়া বলেন, তিনি ১০ বিঘা জমিতে ব্রি-২৮ সহ নানা জাতের ধান চাষ করেছেন। এরমধ্যে দেড় বিঘার ধান কেটেছেন। বিগত বছরের তুলনায় সার, বীজ, সেচসহ অন্যান্য সুবিধা থাকায় এ বছর তার ফলন ভালো হয়েছে। সময়মতো বৃষ্টি হলে ফলন আরও ভালো হতো বলে জানান তিনি। নারায়ণপুরের কৃষক ইয়াছিন মিয়া বলেন, তার দুই বিঘা জমির আগাম জাতের ব্রি-২৮ ধান কাটা হয়েছে। তিনি আশা করছেন আগামী ৬-৭ দিনের মধ্যে সব ধান কাটা যাবে। তিনি বলেন, ধানের চারা রোপণের পর থেকে সব সুবিধা ছিল। কোনো প্রকার পোকার উপদ্রব ছিল না। মনিয়ন্দের এলাকার  আবদুর রহিম মিয়া জানান, এ মৌসুমে তিনি ১০ বিঘা জমিতে বোরো আবাদ করেছেন। আশা করছেন ৫-৬ দিনের মধ্যে তার জমির ধান কাটা শুরু হবে। দক্ষিণ ইউনিয়নের কৃষক তাজুল ইসলাম বলেন, এ মৌসুমে ৮ বিঘা ব্রি-২৮, ব্রি-আর ২৯, ধান আবাদ করা হয়। ইতিমধ্যে তিনি দেড় বিঘার ধান কেটেছেন। বিঘাপ্রতি ১৮-২০ মণ ধান পেয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে। পুরোদমে ধান কাটা শুরু হতে আরও ৭-৮ দিন লাগবে। কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি মৌসুমে উপজেলায় বোরোর বাম্পার ফলন আশা করছেন তিনি।

সর্বশেষ খবর