রবিবার, ১৭ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

রাজবাড়ীতে ডায়রিয়ার মূল কারণ পানি

------ তদন্ত প্রতিবেদন

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে গত কয়েকদিন ধরে ডায়রিয়া পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে রাজবাড়ীতে ৭৬ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৫০ জন রোগী রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত কয়েক দিন ধরে খোলা আকাশের নিচে, গাছতলায়, ময়লার ড্রেনের পাশে ভর্তি থেকে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করে রাজবাড়ী সদর হাসপাতাল কর্তৃপক্ষ। কী কারণে হঠাৎ করেই রাজবাড়ীতে ডায়রিয়া পরিস্থিতির অবনতি সেটি জানতে তদন্ত কমিটি গঠন করে রাজবাড়ী স্বাস্থ্য বিভাগ। গত ১২ এপ্রিল (মঙ্গলবার) পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে জেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল শনিবার সেই প্রতিবেদন বাংলাদেশ প্রতিদিনের হাতে এসে পৌঁছেছে। প্রতিবেদনে উঠে এসেছে রাজবাড়ীতে ডায়রিয়া পরিস্থিতির বিপর্যয়ের মূল কারণ। ডায়রিয়া আক্রান্ত রোগীদের মধ্যে ৫০ শতাংশ রোগী সরবরাহকৃত পানি পান করে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে অধিকাংশ রোগী পৌরসভা এলাকার বিনোদপুর, ধুঞ্চি ও লক্ষীকোল এলাকার। তবে কোন পানিতে এমন বিপর্যয় ঘটেছে সেটি জানা জায়নি।

সর্বশেষ খবর