রবিবার, ১৭ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

রাতের আঁধারে পদ্মার বালু লুট

নাটোর প্রতিনিধি

নিয়ম না মেনে নাটোরের লালপুরে নবীনগর গ্রামসংলগ্ন পানিশূন্য পদ্মা নদীর তলদেশ থেকে রাতের আঁধারে ভেকু দিয়ে লুট করা হচ্ছে বালু। রাতের বেলায়ই যানবাহনে করে এ বালু নিয়ে যাওয়া হয় বিভিন্ন স্থানে। অবৈধ বালু তোলায় ভাঙনের হুমকির মুখে পড়েছে নদী তীর রক্ষাবাঁধসহ কয়েকটি গ্রাম। আসছে বর্ষা মৌসুমে বতসভিটা নদীতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। লাখ লাখ টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

সরেজমিনে দেখা যায়, এমনভাবে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে যাতে লালপুর সদরে আশ্রয়ন প্রকল্প, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা ভবন, লালপুর সদর বাজারসহ ১০টি গ্রাম ভাঙনের ঝুঁকিতে পড়েছে। রিজভী কনসট্রাকশন নামে ঠিকাদারি প্রতিষ্ঠান বালু উত্তোলন করছে বলে জানান স্থানীয়রা। বালু উত্তোলনের তদারককারী উজ্জ্বল বলেন, এ বিষয়ে রিজভী কনসট্রাকশনের প্রকৌশলী রুবেল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন। রুবেল বলেন, বালু ভরাট ও উত্তোলনের জন্য সরকারি অনুমোদন নেই। লালপুরের ইউএনও শামীমা সুলতানা বলেন, বালু উত্তোলনের কোনো অনুমোদন দেওয়া হয়নি। আগে পুলিশ পাঠিয়ে বালু উত্তোলন বন্ধ করা হয়েছিল। আবার উত্তোলন শুরু হয়েছে।

সর্বশেষ খবর