রবিবার, ১৭ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

কৃষকের উন্নয়নে যা করা দরকার সরকার করছে : শামীম

শরীয়তপুর প্রতিনিধি

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, আওয়ামী লীগ কৃষকবান্ধব সরকার। কৃষকের উন্নয়নে যা করা প্রয়োজন সরকার করছে। বিএনপি আমলে কৃষককে সারের জন্য গুলি খেয়ে মরতে হয়েছে। আওয়ামী লীগের আমলে সারের জন্য কৃষকের ঘুরতে হয় না। কৃষকের উন্নয়নে সরকারের কার্যকর পদক্ষেপের কারণে কৃষি উৎপাদনে দেশে রেকর্ড সৃষ্টি হয়েছে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটায় গতকাল কৃষক লীগের সমাবেশে ঢাকার সংসদ ভবনের বাসা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশে পানিসম্পদ মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয় হাওর ও উপকূলীয় অঞ্চলের কৃষকের মুখে হাঁসি ফোটানোর জন্য কাজ করে চলছে। ওইসব অঞ্চলে স্থায়ী প্রকল্প করছে। যাতে বন্যা, খরা ও জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়া যায়। সভাপতিত্ব করেন নড়িয়া উপজেলা কৃষক লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রফিক হাওলাদার।

সর্বশেষ খবর