রবিবার, ১৭ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

উদ্যোক্তারা দেশকে এগিয়ে নিচ্ছে : ইকবালুর রহিম

দিনাজপুর প্রতিনিধি

উদ্যোক্তারা দেশকে এগিয়ে নিচ্ছেন উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, চাকরির পেছনে না ছুটে নিজেরা উদ্যোক্তা হও-প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ কথা আজ বাস্তবে রূপ নিয়েছে। বেকার জীবন থেকে রক্ষা পেতে নারী-পুরুষ সবাই এখন উদ্যোক্তা হয়ে স্বাবলম্বী হচ্ছেন। দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্য। তিনি বলেন, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়ার ব্যাপক উন্নয়ন হয়েছে। সব ধরনের ভাতা দেওয়া হচ্ছে। খালেদা জিয়া নিজে বিধবা হয়েও কোনো বিধবাকে ভাতা দেননি। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর নারীরা স্বাবলম্বী হয়েছে। এখন বিধবা, মাতৃত্বকালীন, স্বামী পরিত্যক্তা, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধীসহ সব ধরনের ভাতা দেওয়া হচ্ছে। দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আওতায় নারী উদ্যোক্তাদের চেক বিতরণ ও তিনটি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন। পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইমদাদ সরকার, মোর্শেদ আলী খান, স্বপন কুমার রায়, মর্তুজা আল মুঈদ প্রমুখ।

সর্বশেষ খবর