শিরোনাম
সোমবার, ১৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

স্বপ্ন এবার বোরো ধানে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে বোরো ধানে কৃষকের স্বপ্ন দোল খাচ্ছে। তাই কৃষকরা খেতের দোল খাওয়া ধান দেখে স্বপ্ন বুনছেন। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ।  রংপুর কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, রংপুর অঞ্চলে এবার বোরো আবাদের লক্ষ্যমাত্রা ৫ লাখ হেক্টরের বেশি জমিতে। বর্তমানে বোরো ধানের বয়স হয়েছে ৯০ থেকে ১০০ দিন। আর মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ধান কাটা মাড়াই শুরু হবে। এবার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। অপরদিকে এবার এ অঞ্চলে আউশ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬২ হাজার হেক্টরের  বেশি জমিতে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর