মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

প্রত্যন্ত গ্রামে পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণ করা হচ্ছে

জয়পুরহাট প্রতিনিধি

পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আবদুল বাতেন বলেছেন, অপরাধপ্রবণতা রোধে প্রত্যন্ত গ্রামাঞ্চলে পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। ফলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি থানায় না গিয়েই স্থানীয় জনসাধারণের পুলিশিং সেবা পাওয়া আরও সহজ ও গতিশীল হবে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নন্দাইল এলাকায় নতুন পুলিশ তদন্ত কেন্দ্রে এবং পাঁচবিবি থানার সর্বত্র বসানো সিসিটিভি ক্যামেরার আনুষ্ঠানিক কর্মসূচি উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। আবদুল বাতেন বলেন, দেশে এই প্রথম নিরাপত্তামূলক সিসিটিভি বসানো হলো জয়পুরহাটের পাঁচবিবি থানায়। এ উপজেলা সিসিটিভির আওতায় আসায় কমেছে মাদক ও মানবপাচার, চোরাকারবারি, খুন, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপরাধ।

উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনিরুল শহীদ মণ্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরমান হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর