মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

শিলাবৃষ্টিতে আম ও বোরো ধানের ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে প্রচণ্ড দাবদাহের পর গত রবিবার রাতে আকস্মিক দমকা বাতাসসহ শিলাবৃষ্টিতে আম ও বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। গত রবিবার রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে দমকা বাতাসসহ শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় ৪০ মিনিট স্থায়ী এই শিলাবৃষ্টি ও দমকা বাতাসে ব্যাপক আমের গুটি ঝরে পড়েছে। এ ছাড়া বাতাসের কারণে খেতের বোরো ধান মাটিতে হেলে পড়েছে। ধারণা করা হচ্ছে ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা। এদিকে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম জানান, দমকা বাতাসসহ শিলাবৃষ্টিতে সদর, শিবগঞ্জ, নাচোল ও গোমস্তাপুর উপজেলায় আম ও বোরো ধানের ব্যাপক ক্ষতি হলেও তাৎক্ষণিক ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তবে মাঠ পর্যায়ে ক্ষয়-ক্ষতি নিরূপণের জন্য কাজ চলছে।

সর্বশেষ খবর