মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

সারা বছর পানিতে ডুবে থাকে স্কুলের মাঠ

সাজ্জাদ হোসেন, নড়াইল

সারা বছর পানিতে ডুবে থাকে স্কুলের মাঠ

সারা বছরই পানিতে ডুবে থাকে নড়াইল সদর উপজেলার বগুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। প্রতিষ্ঠার ৩৩ বছরেও এ সংকট নিরসনে এগিয়ে আসেনি কেউ। সামান্য বৃষ্টি হলেই মাঠে থইথই করে পানি। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। জানা যায়, জলাবদ্ধতার কারণে শ্রেণিকক্ষে যাতায়াতের সময় অনেক শিক্ষার্থীর পোশাক ও বইখাতা ভিজে যায়। বিরতির সময় খেলাধুলা করতে না পেরে শ্রেণিকক্ষে বসেই সময় পার করতে হয় ছাত্রছাত্রীদের। এ পরিস্থিতিতে দ্রুত স্কুল মাঠের জলাবদ্ধতা নিরসনের দাবি জানান শিক্ষার্থী ও অভিভাবকরা। জানা যায়, আগামী ১২ মে থেকে আন্তপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার দিন নির্ধারণ করা হয়েছে। কিন্তু মাঠে জলাবদ্ধতার কারণে এ অনুষ্ঠান আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ে আসার পর তারা শ্রেণিকক্ষ ছেড়ে মাঠে নামতে পারছে না। ক্লাসে যাতায়াতের সময় অনেকে পা পিছলে পড়ে যায়। এতে নোংরা হয় জামা-কাপড়। এ ছাড়া মাঠে জমে থাকা কাদা-পানির কারণে হয় না সমাবেশও। সরেজমিন দেখা যায়, মাঠের বেশির ভাগ অংশই জলমগ্ন। থইথই করছে পানি। শ্যাওলা ও আগাছায় ভরা মাঠ। অল্প কিছু অংশে পানি কম থাকলেও তা স্যাঁতস্যাঁতে। কয়েকজন শিক্ষার্থী জানায়, স্কুলে প্রবেশের সময় আমদের প্যান্ট ভিজে যায়। কাদার জন্য হাঁটতে পারি না। বারান্দা থেকে নিচে নামাই যায় না। আমরা বাড়িতে বদ্ধ পরিবেশে থাকি। বিদ্যালয়ে এসেও একই অবস্থা। স্থানীয় বাসিন্দা রেজাউল মোল্যা বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই স্কুলের মাঠ পানিতে ডুবে থাকে। বিরতির সময় ছাত্রছাত্রীরা আশপাশের বাড়ির আঙিনায় খেলাধুলা করে। সংশ্লিষ্টদের কাছে গ্রামবাসীর পক্ষ থেকে বারবার বলা হলেও কাজ হয়নি।’ স্থানীয় বাঁশগ্রাম ইউপির ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রউফ সরদার জানান, ‘বছরের ছয় মাসই মাঠটি ডুবে থাকে। বাকি ছয় মাস পানি কম থাকলেও সারা বছরই জলাবদ্ধ থাকে। সবশেষ নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা মাঠের জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দিয়েছেন।’ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেসমিন নাহার বলেন, ‘মাঠটি নিচু হওয়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় ধরে বর্ষার পানি জমে থাকায় শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করতে পারছে না। বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে। সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহিদুর রহমান বলেন, ‘সরেজমিন ঘুরে দেখেছি স্কুলের চারপাশের রাস্তা থেকে মাঠ নিচু হওয়ায় বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়।

প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে কথা বলে পানি নিষ্কাশনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ডিসি মহোদয়ের সঙ্গেও কথা হয়েছে। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।’

সর্বশেষ খবর