মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

সড়কে ঝরল আট প্রাণ

প্রতিদিন ডেস্ক

সড়কে ঝরল আট প্রাণ

ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজারে ট্রাকচাপায় দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও ছয়জন নিহত ও ১৫ গার্মেন্টস শ্রমিক আহত হয়েছেন। রবিবার রাত থেকে গতকাল  দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

সাতক্ষীরা : পাটকেলঘাটায় পিকআপ ভ্যান ও ট্রাক সংঘর্ষে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা ২৫০ শয্যা হাসপাতালে তাদের মৃত্যু হয়। এর আগে ভোরে সাতক্ষীরা-খুলনা সড়কের কুমিরা বাসস্ট্যান্ডে এক দুর্ঘটনায় আহত হন তারা। নিহতরা হলেন- সাতক্ষীরা সদরের ইয়াসিন আলী (৩০) ও লাল্টু সরদার (২৮)। লক্ষ্মীপুর : সকালে লক্ষ্মীপুর-রামগতি সড়কের পিয়ারাপুরে ট্রাকচাপায় ফয়সাল হোসেন নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি সদর উপজেলার ভবানীগঞ্জে। সিলেট : রবিবার রাতে কোম্পানীগঞ্জের তেলিখাল বাজার এলাকায় ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী ওমর আলী। তিনি একই এলাকার বাসিন্দা। ব্রাহ্মণবাড়িয়া : আশুগঞ্জে বালুবোঝাই ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশাযাত্রী অন্তর মণি (৯) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সকালে আশুগঞ্জের তালশহর-ব্রাহ্মণবাড়িয়া-আঞ্চলিক সড়কের বড়তল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মণি নবীনগরের বীরগাঁও ইউনিয়নের সোহেল মিয়ার মেয়ে। দিনাজপুর : দিনাজপুর-বোচাগঞ্জ আঞ্চলিক সড়কের বিরলে রবিবার রাতে মাইক্রোবাসের ধাক্কায় অটোবাইক চালকের মৃত্যু হয়েছে। নিহত আবদুর রহমান (৪৫) দিনাজপুর সদরের বাসিন্দা। ফেনী : রবিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল ক্রসিং এলাকায় পিকআপের ধাক্কায় রকি (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। চকরিয়া (কক্সবাজার) : চকরিয়ায় ট্রাকের ধাক্কায় মাহিয়া জন্নাত নুসরাত (১৬) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সকালে চকরিয়া-মহেশখালী সড়কের লালব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিয়া জন্নাত নুসরাত পূর্ব বড় ভেওলার মমতাজ উদ্দিনের মেয়ে ও ইলিশিয়া জমিলা বেগম উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। চট্টগ্রাম : সকালে পটিয়ায় বাস ও দুই ট্রাকের সংঘর্ষে নয়জন পোশাককর্মী আহত হয়েছেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট এলাকায় বোর্ড অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর