বুধবার, ২০ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

দিনাজপুরের মাঠে বঙ্গবন্ধু ধান

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের মাঠে বঙ্গবন্ধু ধান

দিনাজপুর অঞ্চলের বিরলে বাতাসে দুলছে উচ্চ ফলনশীল, চিকন জাতের বঙ্গবন্ধু (ব্রি ধান-১০০) ধান। অল্প সময়ের মধ্যে ধান বীজ বপন ও চারা রোপণ, উচ্চ ফলনশীল, ধানগাছ শক্ত তাই হেলে পড়ে যায় না, অন্যান্য ধানের তুলনায় রোগবালাই কম থাকায় কৃষকদের এ ধান চাষে আগ্রহ দেখা দিয়েছে। বিরলে প্রথমবারের মতো এই ধান চাষের সফলতায় কৃষকের মুখে হাসি। মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত বঙ্গবন্ধু জাতের এই ধান চাষ হচ্ছে দিনাজপুরের বিরলে। প্রথমবারের চাষেই সাফল্য দেখছেন বিরল উপজেলার কৃষক মতিউর রহমান। বিরলের চারজন এই ধান চাষ করছেন। কৃষক মতিউর রহমান এই নতুন বঙ্গবন্ধু (ব্রি ধান-১০০) ধান ৫০ একর জমিতে চাষ করেছেন। ধানের শীষও ভালো এবং বাম্পার ফলনের আশা করছেন। ঈদের পর তার জমির এই বঙ্গবন্ধু (ব্রি ধান-১০০) ধান কাটা-মাড়াই করবেন বলে জানান কৃষক মতিউর রহমান। উৎপাদিত এই ধান নিয়ে বীজ হিসেবে ব্যবহার করে জাতটি দ্রুত সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) বলে জানান তিনি। বিরল উপজেলার পলাশবাড়ী ইউপির বড়বৈদ্যনাথপুর গ্রামের কৃষক মতিউর রহমান এই নতুন জাতের উদ্ভাবিত বঙ্গবন্ধু (ব্রি ধান-১০০) জাতের ৫০০ কেজি ধানবীজ বিএডিসির মাধ্যমে সংগ্রহ করে চাষ করছেন ৫০ একর জমিতে। চাষ নিয়ে কৃষক মতিউর রহমান জানান, এই ধান চাষে রোগবালাই কম হওয়ায় অন্যান্য ধানের চেয়ে কম কীটনাশক প্রয়োগ করতে হয়।

 গাছ শক্ত হওয়ায় সহজে বাতাসে হেলে পড়ে যায় না। জমিতে দেখা যাচ্ছে বাম্পার ফলন হবে। এই ধান ১৪৫ থেকে ১৪৮ দিনের মধ্যে হয়, যা অন্যান্য ধানে প্রায় ১৬০ দিন লাগে। এ ধান হেক্টরপ্রতি ৭.৮ মেট্রিক টন এই ধান উৎপাদনের সম্ভাবনা। বিএডিসির কর্মকর্তারা ধানখেত পরিচর্যায় সার্বিক পরামর্শ ও সহযোগিতা করে আসছেন। তিনি আরও বলেন, অল্প সময়ের মধ্যে ধান বীজ বপন ও চারা রোপণ এবং উৎপাদন হওয়ায় এই নতুন জাতের ধান এ অঞ্চলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হবে।

সর্বশেষ খবর