বুধবার, ২০ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

গুলিবর্ষণের প্রতিবাদে অবরোধ

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে গুলিবর্ষণের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ঘটনায় গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেনকে পুলিশ হেফাজতে নেয় পুলিশ। তবে শেষ রাতের দিকে তাকে গাংনী পৌর মেয়র আহম্মদ আলীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়। গত সোমবার রাতে গাংনী শহরে এ ঘটনা ঘটে।

 পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে গাংনী উপজেলা শহরের জেলা পরিষদ মার্কেট সংলগ্ন যুবলীগ কার্যালয়ের নিচে সকালের সংবাদ সম্মেলনের ঘটনাকে কেন্দ্র করে সাবেক ছাত্রনেতা শাহিদুজ্জামান শিপুসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের সহিত গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেনের বাগবিতন্ডা হয়। এ সময়  উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন ৪ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এতে এলাকায় চরম উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত নেতা-কর্মীরা যুবলীগ অফিসে হামলা চালায়। মোশাররফ হোসেনকে গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে। ঘটনায় মেহেরপুর-কুষ্টিয়া ও গাংনী-হাটবোয়ালিয়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় উত্তেজিত নেতা-কর্মীরা পুলিশ ভ্যান লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। পরে অতিরিক্ত র‌্যাব ও পুলিশি মোতায়োন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় গাংনী থানা পুলিশ যুবলীগ সভাপতি মোশাররফ হোসেনকে থানা হেফাজতে নেয়, তবে শেষ রাতের দিকে তাকে গাংনী পৌর মেয়রের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোশাররফ হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তবে রাতেই তাকে পৌর মেয়র আহম্মদ আলীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে মোশাররফ হোসেনকে গ্রেফতারের দাবিতে পথ সভায় বক্তব্য রাখেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক মখলেছুর রহমান মুকুল ও গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল প্রমুখ। মেহেরপুর-২ আসনের এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেন, গাংনীতে বেশ কিছুদিন ধরে নানারকম বিশৃঙ্খলা সৃষ্টি করছেন যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন ও তার লোকজন। তার অফিসে সবসময় অস্ত্রশস্ত্র নিয়ে লোকজনকে ভয়ভীতি প্রদর্শন করা হয়। মোশাররফ হোসেনকে আটক না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখা হবে। মোশারোফ হোসেন বলেন, সকালে রাজাকারপুত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের পর তারা আমার অফিসে হামলা করতে আসে। এ সময় নিরাপত্তার খাতিরে আমার বৈধ আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুড়ি।

সর্বশেষ খবর