শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

বৃষ্টিতে ২৫০ হেক্টর জমির আলু নষ্ট

কুড়িগ্রাম প্রতিনিধি

বৃষ্টিতে ২৫০ হেক্টর জমির আলু নষ্ট

কুড়িগ্রামে এবার আলুর বাম্পার ফলন হয়েছে। আকস্মিক বৃষ্টির ফলে পানি জমে পচে গেছে ২৪৫ হেক্টর জমির উঠতি আলুর আবাদ। কৃষকরা শ্যালো মেশিন দিয়ে পানি সরিয়েও আলু রক্ষা করতে পারছেন না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে তাদের প্রণোদনার আওতায় আনা হবে। জানা যায়, চলতি বছর কুড়িগ্রাম জেলায় আলু আবাদ হয়েছে ৭ হাজার ৭০০ হেক্টর জমিতে। এরমধ্যে সদর উপজেলায়ই ১ হাজার ৩৪৫ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। অধিকাংশ কৃষক জমি থেকে আলু উত্তোলন করতে পারলেও শেষ সময়ে যারা হিমাগারে বুকিং করে আলু জমা দিতে পারেননি তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা একটু দেরিতে আলু তোলায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। জানা যায়, চলতি বছরের চৈত্র মাসে কয়েক দিনের টানা বৃষ্টিতে আলু খেত প্লাবিত হয়। এক সপ্তাহ ধরে জলাবদ্ধতায় সদ্য উত্তোলন করা আলু জমিতেই পচে গেছে।  কৃষকরা ধারদেনা করে আলু চাষ করে ফসল হারিয়ে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাকির হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা প্রস্তুত শুরু করেছে কৃৃষি বিভাগ। ওইসব কৃষককে আউশ মৌসুমে সরকারি প্রণোদনায় অন্তর্ভুক্ত করে ক্ষতি পুষিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।

সর্বশেষ খবর