শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

বাঙালি নদী খনন ও তীর সংরক্ষণ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

৭৫০ কোটি টাকা ব্যয়ে বগুড়ার বাঙালি নদীর তলদেশ খনন ও তীর সংরক্ষণের কাজ এগিয়েছে। জেলার সোনাতলা থেকে শেরপুর পর্যন্ত ৯৯ কিলোমিটার পর্যন্ত নদী খনন ও সাড়ে ১৯ কিমি তীর সংরক্ষণ কাজ সম্পন্ন করতে এই ব্যয় ধরা হয়েছে। কাজ সম্পন্ন হলে নদীর গভীরতা বাড়বে, সারা বছর পানি থাকবে, এতে সেচসুবিধা পাবেন কৃষকরা। বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে দেশীয় মাছ। প্রাণ ফিরে পাবে বাঙালি নদী। বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, বাঙালি নদীর নাব্য ফিরে আনতে খনন ও তীর সংরক্ষণ কাজ এগিয়ে চলছে। সোনাতলা থেকে শেরপুর পর্যন্ত নদীতে ৯৯ কিলোমিটার খনন ও সাড়ে ১৯ কিমি তীর সংরক্ষণ কাজ সম্পন্ন করতে ব্যয় হবে ৭৫০ কোটি টাকা। ২০২৩ সালের জুনের মধ্যে কাজ সম্পন্ন হবে।

সর্বশেষ খবর