শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

পোশাক কারখানায় আগুন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দরে অগ্নিকাণ্ডে একটি পোশাক কারখানা পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। বুধবার রাতে উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। দমকল বাহিনী ও কারখানা কর্তৃপক্ষ জানায়, রাত ৩টার দিকে স্থানীয় চিরিরবন্দরের মুজাহিদ গার্মেন্টে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে সৈয়দপুর, চিরিরবন্দর ও দিনাজপুর দমকল বাহিনীর একাধিক ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা না গেলেও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কারখানার মালিক মামুন রশিদ জানান, অগ্নিকাণ্ডে কারখানার ২২টি মেশিন, কাটা কাপড়, থান কাপড়, তৈরিকৃত বিভিন্ন পোশাকসহ বিভিন্ন মালামাল ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর