শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

৯৯৯ নম্বরে ফোন, ছাত্রলীগ কর্মীকে উদ্ধার করল পুলিশ

নাটোর প্রতিনিধি

৯৯৯ নম্বরে ফোন পেয়ে নাটোর শহরের হেমাঙ্গিনী ব্রিজ এলাকা থেকে শাকিল খান (২০) নামে এক ছাত্রলীগ কর্মীকে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তিনি নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পূর্ববিরোধের জের ধরে ছাত্রলীগ নাটোর জেলা শাখার নবগঠিত কমিটির ১০-১২ জন তাকে মারপিট করেছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার রাত ৮টার দিকে শহরের সদর হাসপাতাল সড়কের হেমাঙ্গিনী ব্রিজ সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। মারপিটের শিকার শাকিল শহরের উত্তর বড়গাছা এলাকার সুজন আলীর ছেলে ও নাটোর এনএস সরকারি কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। কলেজ ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় কর্মী তিনি।

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার কলেজ ছাত্রলীগের আয়োজনে ইফতার মাহফিল হয়। এতে দাওয়াত না দেওয়ায় শাকিল এবং তার বন্ধুরা অনুষ্ঠান বর্জন করেন। সন্ধ্যায় শাকিল বন্ধু তামিমকে নিয়ে অটোরিকশায় নিচাবাজারের উদ্দেশে রওনা হন। পথে ছাত্রলীগের কয়েকজন শাকিলকে বেধড়ক মারপিট করেন। চিকিৎসার জন্য সদর হাসপাতালে যাওয়ার পথে দ্বিতীয়বার তার ওপর হামলা হয়। এ সময় শাকিল জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে সহযোগিতা চান। নাটোর সদর থানার এসআই শরিফুল ইসলাম বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে আমরা তাদের উদ্ধার করি। শাকিলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় তাকে হাসপাতালে নিয়ে যাই। এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর