শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

আতঙ্কের জনপদ মঠবাড়ী

দালাল চক্রের কথায় জমি বেচাকেনা না করলে জীবন যায়

ময়মনসিংহ প্রতিনিধি

দালালদের মাধ্যমে জালিয়াতি করে কৃষকের জমি দখল নিত্যকার ঘটনা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নে। দালাল চক্রের কথায় জমি বেচাকেনা না করলে সাধারণ মানুষ হামলার শিকার হয়, এমনকি জীবন দিতে হয় তাদের। জমিকেন্দ্রিক ঘটনায় ওই গ্রামে গত কয়েক বছরে খুন হন মুক্তিযোদ্ধাসহ তিনজন। আহতের সংখ্যাও পঞ্চাশের এর কম নয়। আর গত তিন বছরে এসব নিয়ে থানায় মামলা ও জিডি হয়েছে ৩৩টি। ১৫ এপ্রিল আবুল কালাম নামে একজন খুন হন। পুলিশের তদন্তও বলছে, হত্যা-নির্যাতনের নেপথ্যে রয়েছে জমি জবরদখল ও আধিপত্য বিস্তার। এদিকে টানা তিন খুনের বিচার চেয়ে ও খুনে জড়িত আসামি জিলানী, লাল মিয়া ও তাফাজ্জলকে দ্রুত আইনের আওতায় এনে ফাঁসি দেওয়ার দাবিতে বিশাল মানববন্ধন করেন স্থানীয়রা। এ ছাড়া বুধবার ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগীরা তাদের দুর্বিষহ দিনযাপনের কথা তুলে ধরেন। জানা যায়, দুর্বৃত্তদের হাতে ২০১৮ সালের জুনে খুন হন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিন মাস্টার। তাঁর স্বজনদের অভিযোগ, একটি জমির মালিককে মৃত দেখিয়ে ভুয়া দলিল করে জমি দখলের চেষ্টার প্রতিবাদ করায় তাঁকে খুন করা হয়। মাত্র এক সপ্তাহ আগে এসবের প্রতিবাদ না করার জন্য শাসিয়েছিলেন বর্তমান মেয়র। পুলিশের প্রতিবেদন বলছে, মতিন মাস্টার হত্যা মামলার সাক্ষীদের ফাঁসাতে মেয়রের কর্মী জিলানী ও মোবারক হোসেন ২০১৯ সালে হত্যা করেন স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের দফতরি রফিকুল ইসলামকে। এরপর রফিকুল ইসলাম হত্যা মামলার সাক্ষী সোহাগ মিয়াকে দেওয়া হয়েছিল হুমকি। ১৪ এপ্রিল রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে তিন রাস্তার মোড়ে তারা হামলা করে সোহাগের ওপর। এ সময় তার চাচা আবুল কালাম ও ভাইয়েরা ছুটে এলে আবুল কালামকেও এলোপাতাড়ি কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হলে ১৫ এপ্রিল রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। ত্রিশাল থানার ওসি মাঈন উদ্দিন জানান, ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা মতিন মাস্টার ও দফতরি রফিকুল ইসলাম হত্যা মামলার জেরেই আবুল কালাম আজাদ খুন হন। এ ঘটনায় জিলানী, লাল মিয়া, তাফাজ্জলসহ নয়জনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে। ইতোমধ্যে মূসা আহম্মেদ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে পরপর তিন হত্যার ঘটনায় জিলানী বাহিনীর হোতা আবদুল কাদের জিলানী ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। এ নিয়ে গতকাল সকালে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে ব্রিফ করে র‌্যাব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর