শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

ধানে চিটা, কাঁদছেন কৃষক

কুমিল্লা প্রতিনিধি

ধানে চিটা, কাঁদছেন কৃষক

কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের আজবপুর গ্রাম। এ গ্রামের ৫০ একর জমির বোরো ধান চিটা হয়ে গেছে। ফসল হারিয়ে জমির পাশে বসে কাঁদছেন কৃষকরা। কৃষক ও কৃষি কর্মকর্তাদের দাবি, অপরিকল্পিত ইটভাটার কারণে জমির ধান চিটা হয়ে গেছে। এ নিয়ে স্থানীয়রা ক্ষতিপূরণ দাবিতে গত বুধবার লালমাই উপজেলা কর্মকর্তাসহ বিভিন্ন দফতরে লিখিত আবেদন জানিয়েছেন। কৃষক আবদুল মতিনসহ কয়েকজন জানান, স্থানীয় একটি ইটভাটা সংলগ্ন ৫০ একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে ১০ একর জমির সব ধান চিটা হয়ে গেছে। ৪০ একরের ধানের আংশিক ক্ষতি হয়েছে। অন্য বছর ফসলের অল্প ক্ষতি হলেও এবার তা বেড়েছে। ঋণ নিয়ে ধান চাষ করা কৃষকদের মাথায় হাত পড়েছে। অভিযুক্ত ইটভাটার স্বত্বাধিকারী হাসান বলেন, আমার ব্রিক ফিল্ডের কারণে ধান নষ্ট হওয়ার প্রশ্নই উঠে না। আমারও কিছু জমির ধান খরায় নষ্ট হয়েছে। প্রাকৃতিক কারণে তাদের জমির ধানও নষ্ট হতে পারে। কৃষি সম্প্রসারণ অধিদফতর কুমিল্লার উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, গত মঙ্গলবার আমরা জমিগুলো পরিদর্শন করেছি। সঙ্গে কৃষি বিজ্ঞানীদের নিয়ে গেছি। তারা জানিয়েছেন, ব্রিক ফিল্ডের কারণেই ফসল নষ্ট হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর