শনিবার, ২৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

সীমান্তে সংযোগবিহীন সেতু

নেত্রকোনা প্রতিনিধি

সীমান্তে সংযোগবিহীন সেতু

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের উদয়পুর-রিকা সড়কের দত্তখিলা এলাকায় সেতু থাকলেও নেই সংযোগ সড়ক। ফলে এ সেতু সাধারণ মানুষের কোনো কাজে আসছে না। স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৪ সালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নামে একটি বেসরকারি সংস্থা এ সেতুটি নির্মাণ করে দেয়। সেতুটির দৈর্ঘ্য ৪০ ফুট। সেতুটি নির্মাণের দুই বছর পরই সংযোগ সড়কটি ভেঙে পড়ে। এরপর থেকেই সেতুটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। খোঁজ নিয়ে জানা যায়, সেতুটির দুই পাশে কোনো সংযোগ সড়ক না থাকায় সেতুর পাশের জমির আইল দিয়ে চলাফেরা করছেন ওই এলাকার লোকজন। সেতুটি দিয়ে গোবিন্দপুর, বড়উন্দ, যাত্রাবাড়ী, চেমটী, নয়াপাড়া, রিকা, দত্তখিলা, নাগেরগাতিসহ ১০-১৫টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষের যাতায়াতের প্রধান সড়ক। কিন্তু সংযোগ সড়ক না থাকায় তাদের দুর্ভোগের যেন অন্ত নেই। স্থানীয়দের দাবি, সড়ক ধসে যাওয়ার দেড় যুগ পেরিয়ে গেলেও আজও সংযোগ সড়ক সংস্কার করা হয়নি। যে কারণে সেতুর পাশে জমির আইল ধরে হাঁটতে হয় সব মানুষকে। সড়কের বিষয়ে পিআইও কার্যালয়ের সহকারী প্রকৌশলী মো. মাহমুদুল হাসান বলেন, আগামী টিআর-কাবিখা থেকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করে অগ্রাধিকার ভিত্তিতে এ সংযোগ সড়কটি করে দেওয়া হবে। এ ব্যাপারে বড়খাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক ইসলাম বলেন, বরাদ্দ পেলে ইউনিয়ন পরিষদ থেকে উদয়পুর-রিকা সড়কটি পুনর্নির্মাণ করা হবে। সড়কটি উঁচু করা হলেই সেতুটি সচল হবে বলেও তিনি জানান।

সর্বশেষ খবর