শনিবার, ২৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ভুয়া প্রশ্নপত্রে প্রতারণার ফাঁদ, আটক ১৩

লক্ষ্মীপুর প্রতিনিধি

ভুয়া প্রশ্নপত্রে প্রতারণার ফাঁদ, আটক ১৩

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র দিয়ে প্রতারণার ফাঁদ পেতে জেলা গোয়েন্দা  পুলিশে আটক হয়েছেন ১৩ জন। প্রতারক চক্রের তিন সদস্যসহ ১৩ জনকে পরীক্ষা শুরুর আগেই আটক করা হয়। গতকাল নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান। এর আগে রামগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করা হয়। পুলিশ সুপার জানান, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার অংশবিশেষ লক্ষ্মীপুরের ২৩ কেন্দ্রে ১৩ হাজার ১০৯ জন গতকাল পরীক্ষায় অংশ নেন। চক্রটি রামগঞ্জের নন্দনপুর গ্রামের আমিরন্নেছা ভবন থেকে প্রশ্নপত্র দেওয়ার নামে পরীক্ষার্থীদের থেকে চেকের মাধ্যমে ৮-১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার খবর পায় ডিবি পুলিশ। পরে অভিযানে নামেন তারা। সকালে পরীক্ষা শুরুর আগে ওই ভবন থেকে মাহমুদুল হোসাইন, তার স্ত্রী শারমীন আক্তার, সুমি আক্তার, মোরশেদা জান্নাত রেবু, সুরাইয়া আক্তার, তানিয়া বাসার, তাসনিম আক্তার ও সারমিন আক্তারকে আটক করে পুলিশ।

তাদের কাছ থেকে উত্তরপত্রসংবলিত ভুয়া প্রশ্নপত্র, বিভিন্ন ব্যাংকের খালি চেকের পাতা জব্দ করা হয়। তাদের দেওয়া তথ্যমতে আটক করা হয় মনজুর হোসেন, রহমত উল্লাহ, পারভেজ হোসেন, জহিরুল ইসলাম, জামাল উদ্দিন সবুজকে। পুলিশ সুপার বলেন, প্রতারক চক্রের আরও সদস্যদের খোঁজা হচ্ছে।

 

 

সর্বশেষ খবর