শনিবার, ২৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

মোবাইল চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

পিরোজপুর প্রতিনিধি

মোবাইল চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মোবাইল ফোন চুরি নিয়ে সংঘর্ষে দুই পক্ষের চার নারীসহ সাতজন আহত হয়েছেন। আহতদের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামে। হামলায় আহতরা হলেন- মোবাইল মালিক স্কুলছাত্রী স্বপ্না আক্তার (১৫), তার মামা রবিউল ইসলাম হাওলাদার (৩৫), মা সাগরিকা বেগম (৪৫), ভাই জুয়েল (১৮), মামী শাহানা বেগম (৩২)। অন্য পক্ষের আলমগীর হোসেন মাঝি (২৮) ও তার বোন শেফালী বেগম (৪০)। আহতরা নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মোবাইল ফোনের মালিক স্বপ্না খানমের বাড়ি উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের জয়পুর গ্রামে। সে বুইচাকাঠীতে তার মামার বাড়িতে থেকে স্থানীয় বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়াশোনা করে। আলমগীর হোসেন মাঝি জানান, তাদের বাড়ির উপরের আত্মীয় স্বপ্না আক্তারের একটি স্মার্ট ফোন গত তিন দিন আগে ঘর থেকে হারানো যায়। ফোনটি নিয়ে বিভিন্ন সময় তার বোন শেফালী বেগমসহ তার মেয়েকে ফোন চুরির অপবাদ দেয়। ওই রাতে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বপ্নার মামা জিয়ারুলের নেতৃত্বে পাঁচ-ছয়জন মিলে তাদের ওপর হামলা করে। স্বপ্না খানম জানায়, তার মামার ঘর থেকে তিন দিন আগে সকালে তার ব্যবহৃত মুঠোফোনটি চুরি হয়ে যায়।

এ নিয়ে বিভিন্ন স্থানে ফকিরের কাছে গণনা করাতে গেলে সেসব স্থান থেকে ফোনটি চুরির বিষয়ে আলমগীর মাঝির পরিবারে সদস্যদের নাম ওঠে আসে। এ বিষয়ে তাদের জিজ্ঞাসা করলে তারা হামলা করে। নাজিরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ খবর