শনিবার, ২৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

জমজমাট ঈদবাজার

আবদুর রহমান টুলু, বগুড়া

জমজমাট ঈদবাজার

বগুড়ায় জমে উঠেছে ঈদবাজার। সকাল থেকে রাত পর্যন্ত বিপণি বিতানগুলোতে চলছে বেচাকেনা। সব বয়সের ক্রেতা ভিড় করছেন বিভিন্ন মার্কেটে। জেলা শহরের জলেশ্বরীতলায় বিভিন্ন শোরুম, নিউ মার্কেট, আলতাফ আলী মার্কেট, রানার প্লাজা, হকার্স মার্কেটে সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত চলছে বিকিকিনি। দেশীয় কাপড়ের পাশাপাশি ভারত ও পাকিস্তানের হরেক নামে বিক্রি হচ্ছে বাহারি পোশাক। বগুড়া নিউ মার্কেটের শাড়ির দোকানে গিয়ে দেখা যায়, একের পর এক শাড়ি উল্টেপাল্টে দেখছেন ঝর্ণা নামে এক ক্রেতা। তিনি জানান, ঈদ উপলক্ষে শাড়ি কিনতে মার্কেটে এসেছেন। এখানকার শাড়ির ডিজাইন খুব ভালো। তবে এবার দাম একটু বেশি। নিউ মার্কেটে দেখা যায়, মেয়েদের পোশাকের দোকানেই ভিড় বেশি। চমকও রয়েছে এবারের ঈদ বাজারে। কেউ সপরিবারে, কেউ মায়ের সঙ্গে, কেউ ভাইয়ের সঙ্গে আবার কেউ ঈদ মার্কেটে এসেছেন বাবার সঙ্গে। উচ্চ, মধ্য ও নিম্নআয়ের মানুষ সামর্থ্য অনুয়ায়ী কেনাকাটা করছেন। পাঞ্জাবির দোকানগুলোতেও ভিড় ছিল চোখে পড়ার মতো। দোকানিরা জানান, এ বছর ঈদ বাজারে মেয়েদের বিভিন্ন ডিজাইনের শাড়ি, থ্রি-পিস আর লেহেঙ্গার প্রতি ঝোঁক সবার। তবে শাড়ির মধ্যে বেশি বিক্রি হচ্ছে খাড্ডি বেনারসি, চেন্নাই সিল্ক, নতুন কানজিবরণ, বুটিক্স, ক্রেপসি, মন্দানী ও মহারাষ্ট্র। লেহেঙ্গার চাহিদাও বেড়েছে। থ্রি-পিসের মধ্যে মেয়েদের পছন্দের তালিকায় কাঁচা বাদাম, অরগানজা, কাতান, বিবেক ইন্ডিয়ান, পাকিস্তান সুতি, বারিস, কারচুপি, বালাহার, মটকা, কাশমির কাথান। নিউ মার্কেটে কেনাকাটা করতে আসা হারেজ আলী জানান, এবার মার্কেট করে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছি। গত দুই বছর করোনার জন্য তেমন কিছু কেনা যায়নি। ব্যবসায়ীরা বলছেন, বেচাকেনা খুবই ভালো। ক্রেতাদের চাহিদা অনুযায়ী পোশাক নিতে পারছেন। বগুড়া নিউ মার্কেটে পাঞ্জাবির ক্রেতা সজিব জানান, এবার পাঞ্জাবির দাম বেশি। ঈদ সামনে রেখে বিক্রেতারা নানা কারসাজি করে দাম বাড়িয়ে বিক্রি করছেন। এদিকে, ঈদ মার্কেট জমে ওঠায় শহরের বিভিন্ন সড়কে অতিরিক্ত যানজটের কারণে দুর্ভোগ বেড়েছে জনসাধারণের।

 দীর্ঘসময় লাগছে এক স্থান থেকে অন্য স্থানে যেতে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর