শনিবার, ২৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

প্রতারণার অভিযোগে মাদরাসাশিক্ষক আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র দিয়ে প্রতারণার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের গ্রিনভিউ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে মো. হায়াত মাহমুদ (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত হায়াত মাহমুদ হচ্ছেন নওগাঁ জেলার হাট শিবপুর এলাকার অবসরপ্রাপ্ত মাদরাসাশিক্ষক মো. নজরুল ইসলামের ছেলে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়। হায়াত মাহমুদ চুয়াডাঙ্গা জীবননগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে গত ১ ফেব্রুয়ারি যোগদান করেন। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালীন গ্রিনভিউ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে মোবাইলের মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র দিয়ে প্রতারণা করার চেষ্টা করছিল হায়াত মাহমুদ।

 এ সন্দেহে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে কেন্দ্রের দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে আটক করে। এ ব্যাপারে গ্রিনভিউ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সচিব ও স্কুলটির প্রধান শিক্ষক রোকসানা আহমদ জানান, অভিযোগের ভিত্তিতে সদর মডেল থানায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর