শিরোনাম
শনিবার, ২৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বাস-মিনিবাস মালিক সমিতি অফিসে হামলা, আহত ৩

নাটোর প্রতিনিধি

নাটোরে বাস-মিনিবাস মালিক সমিতি অফিসে মুখোশধারীদের হামলায় তিনজন আহত হয়েছেন। গত বৃহ¯পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নাবিলা পরিবহনের মালিক বাবুল আকতার, মালিক সমিতির যুগ্ম স¤পাদক রাজকীয় পরিবহন বাসের মালিক মজিবর রহমান ও তারেক পরিবহন মালিক আবদুর রশীদ। তাদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন মজিবর রহমান বলেন, রাত ৯টার দিকে তিনিসহ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা বাবুল আকতার এবং আবদুর রশীদ সমিতি কার্যালয়ের দোতালা থেকে নিচে নামছিলেন। এ সময় ১০-১২ জন মুখোশধারী তাদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা হাতুরি দিয়ে তাদের বেধড়ক মারধর করে। তাদের চিৎকারে সমিতির কার্যালয়ে উপস্থিত অন্যরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এক সূত্র জানায়, আগামী ৫ মে সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে দুটি পক্ষের বিরোধের জেরে এ হামলা হয়েছে। সমিতির সভাপতি লক্ষ্মণ পোদ্দার বলেন, হামলাকারীরা মুখে মাস্ক পরেছিল। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। অফিসের সিসি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। সদর থানার ওসি নাছিম আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সর্বশেষ খবর