শনিবার, ২৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

জেলা ছাত্রলীগ কমিটির ওপর স্থগিতাদেশ প্রত্যাহার

কুড়িগ্রাম প্রতিনিধি

দীর্ঘ পাঁচ মাস পর কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সব সাংগঠনিক কার্যক্রমের ওপর করা কেন্দ্রীয় স্থগিতাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় নির্বাহী সংসদ। গত বৃহস্পতিবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল আনুষ্ঠানিকভাবে ছাত্রলীগ কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এরআগে গত বছরের ১৯ নভেম্বর শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছিল কেন্দ্রীয় নির্বাহী সংসদ। তখন বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে কেন সংগঠন থেকে বহিষ্কার করা হবে না মর্মে কারণ দর্শানো হয়। সেই সঙ্গে উপযুক্ত কারণসহ সাত দিনের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে কেন্দ্রীয় দফতর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ নির্দেশনার পাঁচ মাস পর বৃহস্পতিবার রাতে এ স্থগিতাদেশ প্রত্যাহারের বিজ্ঞপ্তি আসে। এরপর জেলা ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে আনন্দ উল্লাস ছড়িয়ে পড়ে।

সর্বশেষ খবর