শনিবার, ২৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

পুলিশ-গ্রামবাসী ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত ৭

চুয়াডাঙ্গা প্রতিনিধি

পুলিশ-গ্রামবাসী ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত ৭

চুয়াডাঙ্গায় মারামারির ঘটনা তদন্তে গেলে পুলিশের সঙ্গে গ্রামবাসীর ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ ঘটনায় একই পরিবারের সাতজন আহত হয়েছেন বলে দাবি করেছেন স্থানীয়রা। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর উপজেলার কুন্দিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, গত মঙ্গলবার কুন্দিপুর গ্রামের হোসেন আলীর সঙ্গে একই এলাকার মোস্তফা আলীর মারামারি হয়। এ ঘটনায় হোসেন আলীকে অভিযুক্ত করে দর্শনা থানায় অভিযোগ করেন মোস্তফা। বৃহস্পতিবার রাতে স্থানীয় হিজলগাড়ি ক্যাম্প পুলিশ কুন্দিপুর গ্রামে ঘটনায় তদন্ত করতে যায়। পুলিশ দেখে হোসেন আলী পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়। এ সময় একটি ঘরের টিনে হোসেনের কপাল কেটে যায়। হোসেনের মাথা থেকে রক্ত বের হতে দেখে গ্রামবাসীকে সঙ্গে নিয়ে পুলিশের ওপর হামলা চালায় হোসেনের পরিবার। হোসেনের পরিবারের সদস্যরা বলেন, প্রথম দফা পুলিশ চলে গেলেও পরে অতিরিক্ত পুলিশ নিয়ে গ্রামে প্রবেশ করে। হোসেনের স্বজনদের বাড়ি বাড়ি গিয়ে তাদের মারধর করে পুলিশ। এ সময় পরিবারের নারী সদস্যদেরও মারধর করা হয়। এতে সাতজন আহত হন। পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, কুন্দিপুর গ্রামে পুলিশ কাউকে মারধর করেনি। পুলিশ দেখে পালানোর সময় হোসেন আলীর কপাল কেটে যায়। হতে পারে আত্মরক্ষার্থে হাতাহাতির ঘটনা ঘটেছে।

সর্বশেষ খবর