বুধবার, ২৭ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

চলাচলের অযোগ্য তিন সড়ক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চলাচলের অযোগ্য তিন সড়ক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তিনটি সড়ক দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় জনদুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষসহ যানবাহন। সরেজমিন দেখা গেছে, শিবগঞ্জ পৌরসভার ইসরাইল মোড় থেকে ধাইনগর ইউপি পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কে ছোট বড় শতাধিক খাদের সৃষ্টি হয়েছে। এ ছাড়া রাস্তার দুই পাশ নষ্ট হয়ে যাওয়ায় সড়কের প্রশস্ততা কমে গেছে। ফলে এই সড়কে মানুষসহ যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ প্রায় ৮ বছর ধরে এ রাস্তাটি বেহাল অবস্থায় থাকলেও কোনো নেতা বা অফিসারের দৃষ্টি পড়েনি। গুপ্তমানিক রানীনগর গ্রামের ভ্যানচালক আবদুর রহমান বলেন, ৭ বছর ধরে এ সড়কটি শতাধিক খানাখন্দে ভরা থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। তবে এমপি রাব্বানীর আমলে হালকা সংস্কার হলেও তা বেশি দিন স্থায়ী হয়নি। বর্তমানে সড়কটির করুণ অবস্থার কারণে ২৫টি গ্রামের মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে। অন্যদিকে ২০১৩ সালে বন্যায় মনাকষা ইউনিয়নের পুঁঠির ঘাট থেকে খড়িয়াল গ্রামের মোড় পর্যন্ত ক্ষতিগ্রস্ত আধা কিলোমিটার সড়কের জন্য পারচৌকা, রানীনগর, রাঘববাটি, সিংনগর, চৌকা, বিশ্বনাথপুর চৌকামনাকষাসহ ১২টি গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ দীর্ঘ ১০ বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। এদিকে খরার সময় সড়কটিতে অতিরিক্ত ধুলা ও বর্ষার সময় ছোট বড় অনেক গর্তে পানি জমে থাকায় যাতায়াত করা কষ্টকর হয়ে ওঠে। কোনো যানবাহন চলাচল করতে পারে না। এ সড়কটি সংস্করণের জন্য এলাকাবাসীর পক্ষে ২০১৯ সালে স্থানীয় এমপি বরাবর আবেদন করেও এ পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। অন্যদিকে মনাকষা ইউনিয়নের চর এলাকা সাহাপাড়া গ্রামের নুরেশের বাড়ি থেকে ঠুঠাপাড়া গ্রামের সমির মেম্বারের বাড়ি পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার পাকা রাস্তা একেবারে ভেঙে গেছে। সড়কের পিচ ও খোয়া উঠে গিয়ে মাটির সঙ্গে একাকার হয়ে গেছে। জনগুরুত্বপূর্ণ এ সড়কটি দিয়ে প্রায় ৩০টি গ্রামের বিভিন্ন পেশার মানুষ প্রতিদিন দুর্ভোগের মধ্যেই যাতায়াত করে থাকে। এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী হারুন-অর-রশিদ জানান, ইসরাইল মোড় থেকে ধাইনগর ইউপি পর্যন্ত সড়কের দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। অন্যদিকে মনাকষা পুঠিরঘাট খেকে খড়িয়াল মোড় পর্যন্ত সড়কের আইডি নিয়ে জটিলতা থাকায় কোনো সমাধান টানা যাচ্ছে না। তবে আইডি সংশোধনের জন্য আবেদন করা হয়েছে। আইডি সংশোধন হলে সড়কটির ব্যাপারে পদক্ষেপ নেওয়া যাবে।

এ ছাড়া সাহাপাড়া নুরেশের বাড়ি থেকে ঠুঠাপাড়া সমির মেম্বারের বাড়ি পর্যন্ত সড়কের ব্যাপারে চেষ্টা করা হচ্ছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর