বুধবার, ২৭ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

নকল সিলসহ প্রতারক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার গাবতলীতে সরকারি বিভিন্ন অফিসারের নকল সিল, দাখিলার বহির জালপাতাসহ রুহুল আমিন ওরফে আবদুর রহিম (৩০) নামে এক প্রতারককে আটক করে পুলিশে দিয়েছেন অ্যাসিল্যান্ড। প্রতারক রুহুল আমিন গাবতলী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ফকিরপাড়া গ্রামের রেজাউল করিম দুলাল সেটেলমেন্ট মুহুরির ছেলে বলে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান ২৫ এপ্রিল অভিযান চালিয়ে গাবতলী তিন মাথা এলাকা থেকে জাল মাঠপর্চা, জমির খাজনার দাখিলা পরিশোধের পাতাসহ প্রতারক রুহুল আমিনকে হাতেনাতে আটক করে।

জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে তার ঘরের শোকেসের ড্রয়ারে রক্ষিত ৬৩৫ পাতা ভূমি উন্নয়ন করের দাখিলার জাল খালিপাতা, ইউএনও, অ্যাসিল্যান্ড, সাবরেজিস্ট্রার, সেটেলমেন্টসহ জেলা ও বিভিন্ন উপজেলার সরকারি কর্মকর্তা কর্মচারীদের ৪০টি নকল সিল উদ্ধার করা হয়। প্রতারক রুহুল আমিন ওরফে অনায়াসে সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্বাক্ষর নকল করে, জাল খারিজ, মাঠপর্চা, জমির খাজনা পরিশোধসহ জমি জাল রেজিস্ট্রি তৈরি করত, হাতিয়ে নিত মোটা অঙ্কের টাকা। তিনি নিজেকে বগুড়া আইন কলেজের একজন ছাত্র বলে দাবি করেন। এ ব্যাপারে গাবতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান জানান রুহুল আমিনকে আটক করা হয়েছে। মডেল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, রুহুল আমিনকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে গাবতলী ভূমি অফিসের সহকারী বিজল কুমার দাস বাদী হয়ে একটি মামলা করেছেন।

সর্বশেষ খবর