বুধবার, ২৭ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

শতবর্ষী গাছ নিধন

শেরপুর প্রতিনিধি

শতবর্ষী গাছ নিধন

শেরপুর পৌরসভার বয়স ১৫০ বছর। পৌরসভার প্রথম প্রশাসক ছিলেন ইংরেজ আমলা টি ডনো। কথিত আছে তিনি শহরের সৌন্দর্যবর্ধনের জন্য পৌর অঞ্চলে অনেক গাছ লাগিয়েছিলেন। বছরের পর বছর উন্নয়নের নামে শহরের এই গাছগুলো নিধন হয়েছে। ১৫০ বছরের পুরনো অবশিষ্ট সেই গাছগুলো সম্প্রতি কেটে ফেলার অভিযোগ উঠেছে শেরপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বিরুদ্ধে। পৌর শহরের প্রধান সড়ক সজবরখিলা-খোয়ারার পাড় মোড় পর্যন্ত দুই পাশের শত বছরের পুরনো আমসহ অন্যান্য গাছ কয়েকদিন ধরে কাটা হচ্ছে। সওজ বিভাগ বলেছে, উন্নয়নের স্বার্থেই আইন মেনে গাছ কাটা হয়েছে। স্থানীয়রা গাছ কাটার প্রতিবাদ করলেও কাজ হয়নি। পুরাতন এসব গাছ কাটার বিষয়ে সামাজিক সংগঠন জনউদ্যোগের সদস্য সচিব হাকিম বাবুল বলেন, উন্নয়নের জন্য পরিবেশের ক্ষতি হলে সেই ক্ষতি পোষাতে দ্বিগুণ গাছ রোপণের ব্যবস্থা থাকতে হবে। সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও সমাজসেবক সোলাইমান বলেন, রাস্তা যেহেতু প্রশস্ত হচ্ছে, গাছগুলো রাস্তার মাঝখানে গাছ রেখে দিলে আরও সুন্দর হতো। ১৫০ বছরের পুরনো শহরের শেষ স্মৃতি চিহ্নটুকুও শেষ হয়ে গেল। সওজের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, রাস্তা প্রশস্তকরণে বিকল্প কোনো ব্যবস্থা ছিল না। রাস্তার কাজ শেষ হলে দুই পাশে নতুন করে গাছ রোপণের পরিকল্পনা রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর