বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

রাঙামাটিতে জমে উঠেছে ঈদবাজার

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

ঈদের মাত্র আর কয়েকদিন। এরই মধ্যে উৎসবের জোয়ার বইছে পাহাড়ে। তাই শেষ মুহূর্তেও জমজমাট রাঙামাটির ঈদবাজার। শহরের অভিজাত শপিংমল  থেকে শুরু করে নিম্নমানের দোকানগুলোতে তিল পরিমাণ ঠাঁই নেই। ঈদে চাই নতুন পোশাক। গতকাল ছিল রাঙামাটির বিভিন্ন ফ্যাশন হাউজগুলোতে সব বয়সের ছেলে-মেয়েদের উপচেপড়া ভিড়। একই অবস্থা দর্জি পাড়াগুলোর। বুকিং লেগে আছে। অভিযোগ রয়েছে, রাঙামাটি শহরের চড়া দামের গরম বাজারে পছন্দের পোশাক কিনতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। বিশেষ করে চড়া দামে বিক্রি করছে নারীদের গজ কাপড়, শাড়ি, থ্রি পিস, সুতি ও জর্জেটের থ্রিপিসগুলো। রাঙামাটি ঈদ বাজার ঘুরে দেখা গেছে, রাঙামাটি শহরের বনরূপা বাজার, রিজার্ভ বাজার, তবলছড়ি, এসকে মার্কেট, বিএম শপিং কমপ্লেক্সসহ বিভিন্ন  বিপণি বিতানগুলো এখন জমজমাট। দম  ফেলার ফুরসতও পাচ্ছেন না দোকানিরা। অসংখ্য  ক্রেতার আনাগোনা সরব উপস্থিতিতে মার্কেটগুলোতে  যেন উৎসবের জোয়ার বয়ছে। নানা শ্রেণি পেশার মানুষ ঈদের কেনাকাটার জন্য বিভিন্ন শপিং মল, মার্কেটে ভিড় করছে।

সর্বশেষ খবর