বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

অসহায়ের পাশে লিগ্যাল এইড

শেরপুর প্রতিনিধি

অসহায় অজুফা খাতুন। স্বামী নির্যাতন করেন, ভরণ-পোষণ করেন না। স্বামীর ইচ্ছা হয়েছে তালাক দিয়েছেন। অজুফার টাকাও নেই, লোকজন নেই। নিঃস্ব অজুফা প্রতিকার পেতে আবেদন করেন শেরপুর আইনগত সহায়তা প্রদান সংস্থা লিগ্যাল এইডে। লিগ্যাল এইড অফিস প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। পারিবারিক এই মামলায় অজুফার পক্ষে রায় হয়। অজুফা লিগ্যাল এইডের মধ্যস্থতায় স্বামীর কাছ থেকে সব পাওনা বোঝে পান। খরচ ১ টাকাও হয়নি। ভিকটিম বলেছেন, লিগ্যাল এইডের সহায়তাই আমার শক্তির মূল উৎস। এখান থেকে ন্যায় পেয়েছে কাকন, ফয়জুন, শরিফা বেগমসহ অসংখ্য নারী। পাওনা টাকা আদায়সহ নানা আইনগত ন্যায় পাইয়ে দিতে কাজ করে লিগ্যাল এইড। দুই পক্ষকেই ডেকে আইনজীবী, সাক্ষী সবার সঙ্গে বসে অনেকটা সামাজিক নিয়মে শুনে ব্যবস্থা নেয় লিগ্যাল এইড। কোনো পক্ষ না মানলে সংশ্লিষ্ট আদালতে বিষয়টি বিচারের জন্য পাঠানো হয়। এখানে অসহায় বিচারপ্রার্থীরা লিগ্যাল এইডের সিদ্ধান্তে, বিনা খরচে আইনজীবী পেয়ে থাকেন। লিগ্যাল এইড নিজেও নিয়মিত খোঁজখবর রাখেন সহায়তা প্রত্যাশীদের। নানা কারণে  শেরপুর লিগ্যাল এইড বেশ সুনাম কুড়িয়েছে। প্রতিদিনই বাড়ছে সেবা নেওয়াদের সংখ্যা। এই সংস্থাটি অসহায় নিঃস্ব মানুষের ন্যায়বিচার পেতে বিশেষ ভূমিকা রাখছে। প্রতিটি বিষয়ের নিয়মিত খোঁজ রাখেন জেলার শীর্ষ বিচারক। তবে লোকবল সংকটের কারণে বিচার পেতে কিছু বিলম্ব হচ্ছে। আদালত সূত্র জানায়, করোনাকালেও ২৮ এপ্রিল ২০২১ থেকে এক বছরে মামলা ও এডিআরের জন্য মোট আবেদন পড়েছে ৭৬৫টি। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ১২২টি, বিকল্প পদ্ধতিতে নিষ্পত্তি (এডিআর) হয়েছে ৩০৫টি।

সর্বশেষ খবর