বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

নওগাঁয় ডায়রিয়ার প্রকোপ

শয্যা সংকটে মেঝেতে রোগী

বাবুল আখতার রানা, নওগাঁ

নওগাঁয় ডায়রিয়ার প্রকোপ

নওগাঁয় গত চার দিনের প্রচ- গরমে ডায়রিয়া রোগের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। একদিকে করোনা মহামারির রোগী অপরদিকে ডায়রিয়া রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্য কর্মীদের। জেলার ১১টি হাসপাতালে প্রতিদিনই আসছে ডায়রিয়া আক্রান্ত রোগীরা। শয্যা স্বল্পতার কারণে মেঝেতে রেখে রোগীদের চিকিৎসা দিচ্ছে কর্তৃপক্ষ। বয়স্ক রোগীদের পাশাপাশি শিশুরাও এই রোগে আক্রান্ত হচ্ছে। জানা গেছে, জেলায় হঠাৎ করেই ডায়রিয়া ও পেটে ব্যথা রোগের প্রাদুর্ভাব চরম আকারে দেখা দিয়েছে। যার কারণে জেলার ১১টি উপজেলার ৫০ শয্যার হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণ শয্যা না থাকায় বাধ্য হয়ে মেঝেতে শয্যা করে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত ৪ দিনে জেলার বিভিন্ন হাসপাতালে দুইশত ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি করা হয়েছে। আরও শত শত রোগী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। শয্যা ছাড়া হাসপাতালে যথেষ্ট পরিমাণ ওষুধ ও অন্যান্য উপকরণ রয়েছে। যার কারণে ভর্তি হওয়া রোগীদের বাহির থেকে ওষুধ কিনতে হচ্ছে না। বয়স্কদের পাশাপাশি শিশুরাও এই রোগে আক্রান্ত বেশি হচ্ছে।   রোগীরা জানায়, প্রচ  গরমের কারণে হঠাৎ করেই শিশুদের পাতলা পায়খানা হচ্ছে। বাহির থেকে ওষুধ দিয়ে কোনো লাভ হয়নি তাই হাসপাতালে ভর্তি করেছি।

নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, নওগাঁতে এখনো ডায়রিয়া সন্তোষজনক অবস্থায় রয়েছে। সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে। পচা-বাসি ও নষ্ট হওয়া খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। বেড না থাকায় হাসপাতালের মেঝেতে রোগীরা বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন। ডায়রিয়া, কলেরা, জন্ডিস ও টাইফয়েড রোগ হচ্ছে পানিবাহিত রোগ। তাই অবশ্যই সবাইকে বাহিরের বিভিন্ন তরল জাতীয় খাবার না খেয়ে এই গরমে বিশুদ্ধ পানি ও বাসার নিরাপদ তরল জাতীয় খাবার খাওয়ার পরামর্শ চিকিৎসকদের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর