বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

টাকা ছাড়া মিলছে না ভাতাভোগীদের কার্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নে বয়স্ক-বিধবা ও স্বামী পরিত্যক্তদের মাঝে ভাতাবহি বিতরণের নামে সুবিধাভোগীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় দুই ইউপি সদস্যের বিরুদ্ধে। এ নিয়ে গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ২০ জন ভুক্তভোগী। অভিযোগে জানা গেছে, সরকারের সামাজিক নিরাপত্তাবেষ্টনী কর্মসূচির আওতায় গত রবিবার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্ত ভাতাবহি বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ। এ সময় চেয়ারম্যানের মদদে ৮ নম্বর ওয়ার্ড সদস্য ফটিক আলী ও ৯ নম্বর ওয়ার্ড সদস্য আবদুল মালেক দেড় শতাধিক সুবিধাভোগীর কাছ থেকে ৫০০ থেকে দেড় হাজার টাকা পর্যন্ত আদায় করেন। এর মধ্যে বেশ কয়েকজন সুবিধাভোগীর আশায় অর্থ দিলেও তাদের ভাগ্যে মেলেনি ভাতাবহি। সেরিনা বেগম নামে এক ভুক্তভোগী বলেন, বেশ কিছুদিন আগে স্থানীয় ওয়ার্ড সদস্য ফটিক আলী তাকে বিধবাভাতার বহি দেওয়ার জন্য জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়েছিল। পরে গত চার দিন আগে তিনি জানতে পারেন তার নামে বিধবা ভাতার বহি হয়ে গেছে। পরে তিনি সেই বিধবা ভাতার কার্ড আনতে গেলে টাকা ছাড়া কার্ড দেবে না বলে সাফ জানিয়ে দেয় ইউপি সদস্য ফটিক আলী। পরে ১ হাজার টাকা দিয়ে কার্ড নিয়ে আসেন তিনি। অন্যদিকে জাবেদা বেগম নামে স্বামী পরিতক্তা এক নারী বলেন, মেম্বার ফটিক আলী তার কাছে বিধবা ভাতার কার্ডের জন্য ১ হাজার ৫০০ টাকা নিয়েছে।

সর্বশেষ খবর