বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

উত্তরে একই অঙ্গে দুই রূপ

নজরুল মৃধা, রংপুর

উত্তরাঞ্চলের ১৬ জেলায় দুটি বিভাগ। একটি রাজশাহী অপরটি রংপুর। ভৌগোলিক দিক দিয়ে একই অঞ্চল হলেও জলবায়ুর পরিবর্তনসহ নানান কারণে প্রতি বছরই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটচ্ছে। রাজশাহীতে তীব্র গরমে মানুষসহ প্রাণিকুল যখন হাঁসফাঁস করছে তখন রংপুর অঞ্চলে মেঘের ছায়ায় শীতল পরিবেশ বিরাজ করছে। সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীর চেয়ে রংপুরে ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস কম থাকছে। রংপুরের চেয়ে রাজশাহীতে বৃষ্টির পরিমাণ অনেক কম এবং বাতাসের আর্দ্রতাও প্রায় অর্ধেক। পাশাপাশি দুই বিভাগে দুই রকম প্রাকৃতিক পরিবেশের বিষয়টি অনেকেই ভাবিয়ে তুলছে। রংপুর ও রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এপ্রিল মাসে রংপুর অঞ্চলে স্বাভাবিকের চেয়ে প্রায় শতগুণ বেশি বৃষ্টিপাত হয়েছে। এপ্রিলে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার কথা ছিল ৮০ থেকে ৯০ মিলিমিটার। সেখানে ২৬ এপ্রিল পর্যন্ত বৃষ্টি হয়েছে ১৭৪ মিলিমিটার। সেই হিসাবে এবার বিগত বছরের তুলনায় প্রায় শতভাগ বেশি বৃষ্টি হয়েছে এ অঞ্চলে। আবহাওয়া অফিসের পরিসংখ্যান মতে, এপ্রিল মাসে এত বৃষ্টি সাধারণত হয় না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়া ও মেঘের প্রবাহ রংপুরমুখী হওয়ায় সর্বোচ্চ তাপমাত্রাও রাজশাহীর চেয়ে অনেক কম রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর