শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল

আর্থিক অনিয়মের সত্যতা পেয়েছে দুদক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালে বিধিবহির্ভূতভাবে প্রায় অর্ধ কোটি টাকায় একটি অণুবীক্ষণ যন্ত্র কেনা হয়েছে। এ ছাড়া কার্যনির্বাহী কমিটির কয়েকজন সদস্য নিয়ম না মেনে হাসপাতালের তহবিল থেকে ব্যক্তিগত প্রয়োজনে টাকা তুলে নিয়েছেন। দুর্নীতি দমন কমিশন-দুদক এসব অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে। গত রবিবার দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা ঝটিকা অভিযান চালান এ হাসপাতালে। দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বলেন, চেয়ারম্যানের অনুমোদন ছাড়াই ২০২০-২১ অর্থবছরের ৪৮ লাখ ৬৮ হাজার টাকায় একটি অণুবীক্ষণ যন্ত্র কেনা হয়েছে হাসপাতালের জন্য। এ ছাড়া কার্যনির্বাহী কমিটির কয়েকজন সদস্য নিয়মবহির্ভূতভাবে হাসপাতালের তহবিল থেকে ব্যক্তিগত প্রয়োজনে টাকা উত্তোলন করেছেন। তিনি আরও জানান, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখার গঠনতন্ত্র অনুযায়ী সমিতির চেয়ারম্যান যাবতীয় ব্যয়ের অনুমোদন প্রদান করবেন। কিন্তু তার অনুমোদন ছাড়াই ২০২০ সালের কার্যনির্বাহী কমিটি জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জের অনুকূলে পাঁচটি ব্যাংক হিসাব থাকা সত্ত্বেও আরও দুটি ব্যাংক হিসাব চালু করেন।

সর্বশেষ খবর