শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

বসুন্ধরা গ্রুপের শাড়ি ও খাদ্য সহায়তা পেল ৬৫০০ পরিবার

মানিকগঞ্জ প্রতিনিধি

ঈদ শুভেচ্ছা হিসেবে মানিকগঞ্জে ৬ হাজার ৫০০ দুস্থ পরিবারের মধ্যে শাড়ি ও খাদ্য সহায়তা দিয়েছে বসুন্ধরা গ্রুপ। রোজা শুরু থেকে মানিকগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের মাধ্যমে এই শুভেচ্ছা সামগ্রী বিতরণ করা হয়। বসুন্ধরা গ্রুপের স্থানীয় প্রতিনিধি সূত্রে জানা যায়, ৫ হাজার দুস্থ নারীকে ঈদ উপলক্ষে উপহার দেওয়া হয়েছে রঙিন শাড়ি। আর ১৫০০ পরিবারকে দেওয়া হয়েছে খাদ্য সহায়তা। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, ছোলাসহ বিভিন্ন সামগ্রী। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের উপদেষ্টা মাহাবুব মোর্শেদ হাসান রুনু বলেন, আমাদের স্লোগান হচ্ছে দেশ ও মানুষের কল্যাণ। দেশ ও দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই যে কোনো দুর্যোগ পরিস্থিতিতে অসহায়দের পাশে থেকেছে বসুন্ধরা গ্রুপ। আবার ঈদে যেন তারা আনন্দ উপভোগ করতে পারে সে জন্যও আমরা সচেষ্ট। তিনি বলেন, এ সবই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের চিন্তা ও প্রচেষ্টার ফসল। মানিকগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে বলেন, মানিকগঞ্জবাসী হিসেবে আমরা তার প্রতি কৃতজ্ঞ। তিনি সব সময় মানিকগঞ্জের দুস্থদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। একইভাবে আমাদের আনন্দ-উৎসবে সহযোগিতা করতেও ভোলেন না।

সর্বশেষ খবর