শনিবার, ৩০ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

বকেয়া বেতনের দাবিতে কয়লা খনির শ্রমিকদের বিক্ষোভ

দিনাজপুর প্রতিনিধি

বকেয়া বেতন ও কাজে যোগদানের দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন ও বিক্ষোভ মিছিল করেছেন দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ভিতরের ও বাইরের শ্রমিকরা।  গতকাল খনির কয়লা সরবারাহ গেটের ভিতরে ও বাইরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গত ২৪ এপ্রিল বেলা ১২টা থেকে খনির মূল ফটকে পরিবারসহ তারা এ বিক্ষোভ ও অবস্থান করেন। এর আগে গত ২১ এপ্রিল তারা খনির ব্যবস্থাপনা পরিচালক বরাবর দুই দফা দাবি নিয়ে একটি স্মারকলিপি দিয়ে দাবি মেনে নিতে বুধবার পর্যন্ত সময় বেঁধে দেন। দাবি না মানায় এ অবস্থান কর্মসূচি করছেন এবং দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে বলে জানান কয়লা খনি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রবিউল ইসলাম।

এ সময় ভিতরের শ্রমিকদের মধ্যে বক্তব্য রাখেন আমিন হোসেন, সেরাজুল ইসলাম, জাকির হোসেন। অপরদিকে বক্তব্য রাখেন বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রবিউল ইসলাম, শ্রমিক নেতা মো. সাইফুল ইসলাম, ফরহাদ হোসেন  প্রমুখ। এদিকে আন্দোলন চলাকালে খনির ভিতরে কাজ করা শ্রমিকদের সঙ্গে দেখা করতে কয়লা সরবারাহ গেটে আসেন শ্রমিকদের স্ত্রী ও সন্তানরা।  এ সময় দেখা করতে আসা নাসরিন আক্তার, শিরিনা, শায়লা আক্তার নামে কয়েকজন শ্রমিকের স্ত্রী জানান, সামনে ঈদ আমাদের স্বামীরা ভিতরে কাজ করছেন, তাদের বাইরে বের হতে দিচ্ছে না।

সর্বশেষ খবর